২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:২৪

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে সফরে আমন্ত্রণ জানালেন কিম

আন্তর্জাতিক ডেস্ক:

পিয়ংইয়ং সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনকে আমন্ত্রণ জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। যদি প্রেসিডেন্ট মুন এই আমন্ত্রণে সাড়া দেন তাহলে এটি এক দশকেরও বেশি সময় পর দুই কোরিয়ার নেতাদের মধ্যে হওয়া প্রথম শীর্ষ সম্মেলন হবে বলে।
প্রেসিডেন্ট মুন বলেছেন, দুই কোরিয়ার এটি বাস্তবায়ন করা উচিত। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে ফিরে আসতে উত্তর কোরিয়াকে উৎসাহিতও করেছেন তিনি। দক্ষিণ কোরিয়ার শীতকালীন অলিম্পিক শুরু হওয়ার পর সিউলের প্রেসিডেন্সিয়াল প্রাসাদে দুপক্ষের এক মাইলফলক বৈঠকে হাতে লেখা ঐ আমন্ত্রণটি হস্তান্তর করেন কিমের বোন কিম ইয়ো জোং। খবর সিএনএন।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :ফেব্রুয়ারি ১১, ২০১৮ ২:২১ অপরাহ্ণ