১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

নাটোরে রেলের তেল চোর চক্রের মূলহোতাসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরের আব্দুলপুর রেলওয়ে জংশন থেকে ট্রেনের তেল চোর চক্রের মূলহোতা হাফিজুল ইসলামসহ ৬ জনকে আটক করেছে র্যা ব। এ সময় তাদের কাছ থেকে ১৩৮০ লিটার চোরাই তেল জব্দ করা হয়। শনিবার রাতে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনে থেমে থাকা ধূমকেতু ট্রেন থেকে তেল চুরির সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার গোশাইপুর গ্রামের জমসেদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৭), একই এলাকার মৃত পলান আলীর ছেলে খাদেম আলী (২৫), আব্দুস সাত্তারের ছেলে মিজানুর রহমান পিন্টু (২৪), পূর্ব পোকান্দা গ্রামের আকবর আলীর ছেলে সাহেদ আলী (২৪), কাঠালবাড়ী গ্রামের তহিদুল ইসলাম (১৬) ও পাবনার ঈশ্বরদী উপজেলার আরজবাড়ী গ্রামের সাহাদাত আলীর ছেলে আব্বাস আলী (৩৯)।

এছাড়া আটকদের মধ্যে তহিদুল ইসলামের বয়স ১৮ বছরের কম হওয়ায় এবং ঘটনার সঙ্গে প্রাথমিকভাবে জড়িত না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়। রোববার সকালে আটকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন সিপিসি-২ এর ক্যাম্প কমান্ডার মেজর শিবলী মোস্তফা।

তিনি জানান, একটি চক্র দীর্ঘদিন ধরেই লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন ও এর আশপাশের এলাকায় ট্রেন থেকে তেল চুরি করে আসছিল। গোপন সংবাদে গতরাতে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস থেকে তেল চুরি করে গোডাউনে নেয়ার সময় ৬ জনকে আটক করা হয়। পরে লালপুর থানায় একটি মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১১, ২০১৮ ২:২০ অপরাহ্ণ