নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে পাবলিক ও নিয়োগ পরীক্ষায় অব্যাহত প্রশ্ন ফাঁস ঠেকাতে ব্যর্থ হওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর পদত্যাগ দাবি করা হয়েছে। রাজবাড়ীর নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী বর্তমানে রাজবাড়ী-১ আসনের এমপি। এখান থেকেই বিএনপির মনোনয়নে এমপি হয়েছিলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা বলেন, ‘মাঠেঘাটে সবখানে প্রশ্ন পাওয়া যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়ে দিয়েছেন নাহিদ ও কেরামত। প্রশ্ন ফাঁস ঠেকানোর ব্যর্থতার জন্য তাদের পদত্যাগ করা উচিত। অবশ্য লজ্জা থাকলে তারা এতদিন পদত্যাগ করতেন।’
তিনি বলেন, ‘মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুধু হয়রানি করা হয়নি। রাজনীতি থেকে দূরে রাখতে কারাদণ্ড দেয়া হয়েছে।’ আলী নেওয়াজ অভিযোগ করেন, রাজবাড়ীতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও পুলিশ বাধা দিচ্ছে। বিগত কয়েক দিনে রাজবাড়ী জেলা বিএনপির সহ-সভাপতি আফসার আলী সরদারসহ বহু নেতাকর্মীকে আটক করা হয়েছে।
তিনি খালেদা জিয়া ছাড়াও এ রায়কে কেন্দ্র করে রাজবাড়ীর আটক সব নেতাকর্মীর মুক্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রোকন উদ্দিন চৌধুরী, আসাদুজ্জামান লাল, লিয়াকত আলী প্রমুখ।
দৈনিক দেশজনতা /এমএইচ