২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৪১

কারাবরণ ছাড়া প্রকৃত রাজনীতিক হওয়া যায় না: নাসিম

নিজস্ব প্রতিবেদক:

দুদুকের মামলায় দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে যাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘এই ইস্যু নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না। কারণ কারাবরণ একজন রাজনীতিকের অলঙ্কার। কারাবরণ ছাড়া প্রকৃত রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া যায় না।’

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় নাসিম এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

বিএনপিকে উদ্দেশ্য করে নাসিম বলেন, ‘দেশ কয়েক যুগ আইন থেকে বঞ্চিত ছিল, বিচারের বাণী নিভৃতে কেঁদেছে। আমরা বিচারের জন্য সামান্যতম সহানুভূতি পাইনি। আপনারা (বিএনপি) খুনিদের বিচার করেননি। এতকিছুর পরও আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।’

বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যার বিচার আমরা পাইনি উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘দীর্ঘদিন আদালতের মুখ আমরা দেখতে পাইনি, বিচার পাইনি, এসব কি বিএনপি ভুলে গেছে? ১৫ আগস্ট শোক দিবসে কেক কেট উল্লাস করা কি আপনারা ভুলে গেছেন? দীর্ঘ সময় আমরা বিচারের সংকটে ভুগছিলাম।’

দেশে রাজনৈতিক সংকট নেই এবং হবেও না দাবি করে নাসিম বলেন, ‘আগামী জাতীয় সংসদস নির্বাচন নিয়েও সংকট নেই। সংবিধান অনুসারে আগামী নির্বাচন সঠিক সময়েই হবে। আমরা নির্বাচন থেকে কাউকে বাদ দেয়ার চিন্তা করছি না।’

এ সময় নাসিম প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতিচারণ করেন। তিনিও জেল-জুলুম খেটে রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন বলে জানান। সুরঞ্জিতের অবদান আওয়ামী লীগ ও দেশবাসী কখনও ভুলবে না বলে মনে করেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক সারা বেগম কবরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অরুণ সরকার রানা ও মোবারক আলী শিকদার প্রমুখ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ৩:২০ অপরাহ্ণ