১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩০

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাটাবন মোড় থেকে নীলক্ষেত অভিমুখে একটি বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হাসান সোহানে নেতৃত্বে মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, মির্জা ইয়াসিন আলী, সহ-সাধারণ সম্পাদক রাজীব আহসান চৌধুরী পাপ্পুসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের নেতা-কর্মীরা অংশ নেন।

এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল শ্যামপুর থানা ছাত্রদলের ইমন, যাত্রাবাড়ী থানা ছাত্রদল সাধারণ সম্পাদক শামিম, কদমতলি থানা ছাত্রদলেরর শফিকুর রহমান দারা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ৩:১০ অপরাহ্ণ