১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৯

আপনি ‘গরিব’ না ‘বড়লোক’ বলে দেবে ফেসবুক

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

আপনি ‘গরিব’ না ‘বড়লোক’, তা খুব তাড়াতাড়ি বলে দেবে ফেসবুক। সম্প্রতি একটি পেটেন্টের আবেদন করেছে ফেসবুক। তাতে দাবি করা হয়েছে, এই প্রযুক্তি ব্যবহার করে জানা যাবে ব্যবহারকারীর আর্থসামাজিক অবস্থান। ব্যবহারকারীদের মূলত ৩ ভাগে ভাগ করেছে ফেসবুক। যেমন শ্রমিক শ্রেণি, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত। মূলত ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, সম্পত্তির মালিকানা ও ইন্টারনেট ব্যবহারের মাত্রা প্রভৃতি তথ্য বিশ্লেষণ করে নির্ধারিত হবে তার অবস্থান।

ডেইলিমেইলে প্রকাশিত খবর অনুসারে, নতুন এই প্রযুক্তির ফলে আরও সুনির্দিষ্টভাবে ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে পারবে ফেসবুক। ব্যবহারকারীদের আর্থসামাজিক অবস্থান জানতে বেশ কিছু তথ্য জানতে চাইবে ফেসবুক। যেমন ২০-৩০ বয়সীদের কাছে জানতে চাওয়া হবে কতগুলি ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করেন তাঁরা। ৩০-৪০ বছর বয়সীদের কাছে জানতে চাওয়া হবে, তাঁদের নামে কোনও বাড়ি রয়েছে কি না।

তবে সত্যিই কি নির্দিষ্টভাবে ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে এই প্রযুক্তি ব্যবহার করবে ফেসবুক, না কি অন্য পরিকল্পনা রয়েছে তাদের মাথায়, তা নিয়েই শুরু হয়েছে গুঞ্জন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১২:৫৩ অপরাহ্ণ