২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:০৭

বিরতির পর সাজঘরে মুমিনুল

স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। কিন্তু মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের যখন সবচেয়ে বেশি প্রয়োজন তাকে, সেসময়ই উইকেট হারালেন তিনি। শনিবার টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কার দেয়া ৩৩৯ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চ বিরতিতে যাওয়ার পর ফিরে এসে টাইগাররা হারিয়েছে মুমিনুলকেও। ৩ উইকেট হারিয়ে এখন পরাজয়ের শঙ্কা উঁকি দেয়াটাই স্বাভাবিক। রিপোর্ট লেখার সময় ১৮ ওভার শেষে ৬৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয় থেকে তাদের দুরত্ব আরও ২৭০ রান। আর শ্রীলঙ্কার প্রয়োজন আর ৭টি উইকেট।

৩৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ওপেনার তামিম ইকবালের উইকেট তুলে নেন লঙ্কান স্পিনার দিলরুয়ান পেরেরা। তামিমের ব্যক্তিগত সংগ্রহ তখন ২ রান। দলীয় সংগ্রহ ৩ রান। এরপর ব্যাট হাতে নামেন মুমিনুল হক। অপর ওপেনার ইমরুল কায়েসের সাথে তিনি ৪৬ রানের জুটিও গড়েন। তবে ব্যক্তিগত ১৭ রানে বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের বলে উইকেট হারান ইমরুল। দলীয় ৪৯ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বিপদেই পড়ে বাংলাদেশ। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন মুশফিকুর রহীম।

লাঞ্চ বিরতির আগে আর কোন উইকেট না হারিয়ে ৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। তবে ফিরে এসে আবার আঘাত হানেন হেরাথ। এবার তার শিকার মুমিনুল। উইকেটের পিছনে ক্যাচ তুলে দিয়ে ব্যক্তিগত ৩৩ রানে সাজঘরে ফেরেন মুমিনুল। দলীয় সংগ্রহ তখন ৬৪ রান। রিপোর্ট লেখার সময় মুশফিক ৮ রানে ব্যাট করছিলেন, সঙ্গী নতুন ব্যাটসম্যান লিটন দাসের সংগ্রহ ৪ রান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১২:৪৯ অপরাহ্ণ