২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪৭

তামিমের পর ইমরুলকেও হারিয়ে বিপদে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের সামনে শ্রীলঙ্কা জয়ের জন্য লক্ষ্য রেখেছে ৩৩৯ রানের। এই পথ পাড়ি দিতে টাইগারদের হাতে আছে প্রায় দুইদিন। আর জয়ের জন্য লঙ্কানদের প্রয়োজন বাংলাদেশের ১০ উইকেট। তবে আপাতদৃষ্টিতে লক্ষ্য অর্জনে লঙ্কানদেরই বেশি সফল মনে হচ্ছে। শনিবার সকালে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার তামিম ইকবালের পর ইমরুল কায়েসকেও হারিয়েছে বাংলাদেশ। দুই ওপেনারকে হারিয়ে ১২ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে বাংলাদেশের সংগ্রহ ৫৪ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ২৮৫ রান। শ্রীলংকার প্রয়োজন আর ৮ উইকেট।

মিরপুর স্টেডিয়ামে ৩০০ রান তাড়া করে জয়ের রেকর্ড এখন পর্যন্ত কোন দলেরই নেই। উপরন্তু বোলিং বান্ধব এই পিচে এত বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশের শুরুটাও হয়েছে বাজে। দ্বিতীয় ইনিংসের শুরুতেই তারা হারিয়েছে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের উইকেট। দলীয় ৩ রানে দিলরুয়ান পেরেরার বলে এলবিডাব্লিউয়ের শিকার হয়ে ফিরে যান তিনি।

এরপর নতুন ব্যাটসম্যান মুমিনুল হকের সাথে ৪৬ রানের জুটি গড়ে প্রতিরোধের আভাস দিচ্ছিলেন ইমরুল। তবে একাদশ ওভারে স্পিনার রঙ্গনা হেরাথের বলে তিনিও উইকেট হারান। ব্যক্তিগত ১৭ রানে লঙ্কান উইকেটকিপার নিরোশান ডিকভেলার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন ইমরুল। মুমিনুল ৩০ রানে ব্যাট করছেন। তার সঙ্গী নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহীম রানের খাতা খোলেননি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১১:৫৫ পূর্বাহ্ণ