২৬শে নভেম্বর, ২০২৪ ইং | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:০২

মেসি এ গ্রহের নয়: হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও চেলসি। এরই মধ্যে ম্যাচটি হাইভোল্টেজের তকমা পেয়ে গেছে। সেই লড়াইয়ে বার্সার বাধা চেলসি অতিক্রম করতে পারবে বলে মনে করছেন এডেন হ্যাজার্ড। তবে তাকে বড্ড বেশি ভাবাচ্ছে দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি।

আগামী ২০ ফেব্রুয়ারি স্ট্যামফোর্ড ব্রিজে লড়বে বার্সা-চেলসি। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন মেসি। চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। তারপরও দলের ওপর কোনো প্রভাব পড়তে দেননি খুদে জাদুকর। একরকম একা কাঁধে বয়ে চলেছেন কাতালানদের। লা লিগায় দলকে রেখেছেন শীর্ষে, কোপা ডেল রের ফাইনালের টিকিট পাইয়ে দিয়েছেন, ইউরোপ সেরা প্রতিযোগিতার দৌড়েও রেখেছেন।

হ্যাজার্ড বলছেন, আপনারা জানেন, তাদের (বার্সা) একজন খেলোয়াড় (মেসি) আছেন, যিনি এ গ্রহের নন। তিনি তার সময়ের অন্যদের তুলনায় সম্পূর্ণ আলাদা। তার লেভেল অনেক উঁচুতে। তবে ফুটবলে একা নয়, গোটা দলকেই খেলতে হয়। চেলসি ফরোয়ার্ড বলেন, এটি একটি দারুণ ম্যাচ হবে। যদিও গত মৌসুমের মতো এবার আমরা ভালো অবস্থানে নেই। তারা (বার্সা) খুবই ভালো আছে। সর্বোপরি, এটি একটি লিগ পর্যায়ের ম্যাচ। এতে যেকোনো কিছু ঘটতে পারে।

হ্যাজার্ড মনে করেন, দলীয়ভাবে খেলতে পারলে বার্সাকে হারানো সম্ভব। তাদের হারাতে পারবো। আমরা দেখব। সদ্য বিদেশি লিগে খেলা বেলজিয়াম ফুটবলারদের মধ্যে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন হ্যাজার্ড।

দৈনিকদেশজনতা/ আই সি

308Shares
প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১০:৫৬ পূর্বাহ্ণ