১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

যশোর গন্তব্যে রিজেন্ট এয়ার ফ্লাইট চলাচল করবে ২০ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে যশোর গন্তব্যে ডানা মেলছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। বৃহস্পতিবার বিমানসংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা-যশোর-ঢাকা রুটে প্রতিদিন একটি করে ফ্লাইট চলাচল করবে। ৫০ আসনের বম্বার্ডিয়ার ড্যাশ-৮-কিউ ৩০০ উড়োজাহাজ চলবে এই রুটে।

ফ্লাইটটি সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে ছেড়ে রাত ৭টা ১০ মিনিটে যশোর পৌঁছাবে। সেখান থেকে রাত সাড়ে ৭টায় ছেড়ে রাত ৮টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

সব ধরনের করসহ সর্বনিম্ন ভাড়া ওয়ানওয়ে ২,৬৫০ টাকা এবং রির্টান ৫,৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

যাত্রীরা রিজেন্ট এয়ারওয়েজের সেলস অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্ট এবং ওয়েবসাইট থেকে টিকেট কিনতে পারবেন।

রিজেন্ট এয়ারওয়েজ বর্তমানে বোয়িং ৭৩৭ দিয়ে চট্টগ্রাম, কক্সবাজার এবং ড্যাশ-৮-কিউ ৩০০ উড়োজাহাজ দিয়ে সৈয়দপুর অভ্যন্তরীণ রুট পরিচালনা করছে। এছাড়া সাতটি আন্তর্জাতিক গন্তব্যে চলছে রিজেন্ট।

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু করছে ৮ম আন্তর্জাতিক গন্তব্যে সৌদি আরবের দাম্মাম।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৯, ২০১৮ ২:৪৫ অপরাহ্ণ