স্পোর্টস ডেস্ক:
শ্রীলঙ্কার প্রথম ইনিংসে চারজন বাংলাদেশি বোলার বল করেছিলেন। দ্বিতীয় ইনিংসেও তাই। যাদের মধ্যে দুজন বাঁহাতি স্পিনার, আরেকজন বাঁহাতি পেসার। এই তিন বাঁহাতিই প্রথম ইনিংসে নিয়েছিলেন লঙ্কানদের দশ উইকেট। দ্বিতীয় ইনিংসে দুই বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও তাইজুল ইসলাম ইতোমধ্যে পেয়েছেন একটি করে উইকেট। এবার সেই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানও নাম লিখেছেন উইকেট নেয়ার খাতায়। দলীয় ৮০ রানে তিনি সাজঘরে পাঠিয়েছেন লঙ্কান ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকাকে। শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চা-বিরতির আগে ৩ উইকেট হারিয়ে ৩০ ওভারে নিজেদের দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা করেছে ৮৭ রান। তারা বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ১৯৯ রানে।
সেখান থেকে ওপেনার দিমুথ করুনারত্নে ও গুনাথিলাকা ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে তাদের জুটি ২৭ রানের চেয়ে বড় হতে দেননি কাটার মাস্টার মোস্তাফিজ। দলীয় ৮০ রানে তিনি এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন গুনাথিলাকাকে। লঙ্কানরা হারায় তাদের তৃতীয় উইকেট। ২৭ বলে ১৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন গুনাথিলাকা।
চা বিরতিতে যাওয়ার আগে করুনারত্নে ব্যাট করছিলেন ২৯ রানে। তার সঙ্গী অধিনায়ক দিনেশ চান্দিমালের রান ৪। প্রথম ইনিংসে তিনি শূন্য রানে উইকেট হারিয়েছিলেন।
দৈনিক দেশজনতা/এন এইচ