স্পোর্টস ডেস্ক:
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যখন শ্রীলঙ্কার বিপক্ষে ধুঁকছিল বাংলাদেশ তখন বিকেএসপিতে ঝড় তুলছিলেন মাশরাফি বিন মুর্তজা। রীতিমতো দানবীয় ব্যাটিংয়ে আগুণ ঝরালেন বাংলাদেশের ওয়ানডে সংস্করণের অধিনায়ক। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসরে আবাহনী লিমিটেডের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে শুধু ঝড়ই তোলেননি দলকেও এনে দিয়েছেন সম্মানজনক পুঁজি।
তবে শুধু যে ব্যাট হাতেই ঝড় তুলেছেন তা নয়। বল হাতেও আগুণ ঝরাচ্ছেন তিনি। এর মধ্যেই শিকার করেছেন ২ উইকেট। তার তোপে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কলাবাগান ক্রীড়া চক্রের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেটে ৩৩ রান। অপর উইকেটটি নিয়েছেন তাসকিন আহমেদ। তবে ক্যাচটি লুফে নিয়েছেন সেই মাশরাফিই।
সকালে টস হেরে ব্যাটিংয়ে নামে মাশরাফির দল আবাহনী। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ফলে ১০৬ রানেই প্রথম সারির ৬টি হারিয়ে ফেলে দলটি। এরপর মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে ৯৮ রানের জুটি গড়েন মাশরাফি। আর তাতেই সন্মান রক্ষার সঙ্গে লড়াইয়ের পুঁজি পায় দলটি।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

