১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৮

আস্থা অর্জনে মানবাধিকার কমিশনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতি আবদুল হামিদ কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।

বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন পেশকালে আবদুল হামিদ মানবাধিকার কমিশনের সদস্যদের বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষায় আন্তরিকা ও সততার সঙ্গে আপনাদের দায়িত্ব পালন করতে হবে।

রাষ্ট্রপতি মানবাধিকার কমিশনকে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করে সর্বস্তরের মানুষের অধিকার রক্ষা করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

রাষ্ট্রপতিকে বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিকসহ মানবাধিকার কমিশনের কর্মকান্ড সম্পর্কে অবহিত করা হয়।

কমিশনের চেয়ারম্যান প্রতিষ্ঠানটির কর্মকান্ড যথাযথ প্রক্রিয়ায় অব্যাহত রাখতে রাষ্ট্রপতির সহায়তা কামনা করেন।

রাষ্ট্রপতি এ লক্ষ্যে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক ৫-সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।অনুষ্ঠানে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ৮, ২০১৮ ৮:৫২ অপরাহ্ণ