১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৩

হোয়াটসঅ্যাপে গ্রুপ ভিডিও কলিং সুবিধা!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

বিশ্বের বিভিন্ন দেশে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের বেশ সুখ্যাতি রয়েছে। এই অ্যাপটি গত বছর চালু করেছিল ‘ভয়েস কলিং’ সুবিধা। তারপর চালু করে ওয়ান-টু-ওয়ান ভিডিও কলিং সুবিধা। আর এবার হোয়াটসঅ্যাপের সাফল্যের খাতায় যুক্ত হচ্ছে আরও একটি নতুন নাম-গ্রুপ ভিডিও কলিং। এর মাধ্যমে এখন থেকে হোয়াটসঅ্যাপে একইসঙ্গে একাধিক মানুষের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে।

নতুন এই ফিচারটির কথা প্রথম প্রকাশ হয় ওয়াব্যাটা ইনফো নামের একটি ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটি মূলত হোয়াটসঅ্যাপের সব আসন্ন ফিচারগুলোর উপর নজর রাখে। গত মাসে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ২.১৭.৪৪৩ -এ গ্রুপ ভিডিও কলিং যুক্ত হওয়ার একটি ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু নতুন এই ফিচারটি সম্পর্কে এর বেশি বিশেষ কিছু জানা যায়নি।

ওয়েবসাইটটিতে উল্লেখ করা হয়, অ্যাপটির নতুন সংস্করণে ব্যবহারকারীদের গ্রুপ কলিং সুবিধা দেওয়ার জন্য একটি নতুন অপশন অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়েবসাইটটির টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা স্ক্রিনশটটিতে, ওপরের ডান দিকের কোণায় ভিডিও কলে একাধিক সদস্য যোগ করার অপশনটি সহজেই দেখা যাচ্ছে। যুক্ত হওয়া ফিচারটিতে বর্তমানে গ্রুপ ভিডিও কলে কল দাতা ও গ্রহীতা ছাড়াও তিনজন সদস্য যোগ করার অপশন রয়েছে। অর্থাৎ নতুন এই ফিচারের মাধ্যমে সর্বাধিক পাঁচজন একইঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ৮, ২০১৮ ৭:১২ অপরাহ্ণ