২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৮

ইসরায়েলগামী ফ্লাইটের জন্য উন্মুক্ত সৌদির আকাশ

আন্তর্জাতিক ডেস্ক:

এখন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ভারতীয় ফ্লাইটগুলো সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করতে পারবে। প্রথমবারের মতো ইসরায়েলি ফ্লাইটের জন্য নিজের আকাশ উন্মুক্ত করলো সৌদি প্রশাসন।

ইসরায়েলি গণমাধ্যম হারেজ জানিয়েছে, চলতি বছরের মার্চ মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এতে দিল্লি থেকে তেল আবিব পৌঁছতে আড়াই ঘণ্টা সময় কম লাগবে। কমবে জ্বালানি খরচ ও টিকিটের দামও।

৭০ বছর আগে ইসরায়েলের উদ্দেশ্যে কোনো ফ্লাইটের জন্য নিজের আকাশসীমা নিষিদ্ধ করে সৌদি আরব। তবে উপসাগরীয় যেকোনো দেশ থেকে ইসরায়েলি প্রাইভেট জেট যেতে পারতো। তবে তাদের সরাসরি না গিয়ে জর্দানের আম্মান বিমানবন্দরে যাত্রাবিরতি করতে হতো।

বিমান চলাচলে এই নতুন পদক্ষেপকে ওই অঞ্চলে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রভাবের ফলাফল হিসেবে দেখা হচ্ছে। গত বছর প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন তিনি। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি দখলকৃত পশ্চিমতীর সফরের কথা রয়েছে তার।

এদিকে একে সৌদি-ইসরায়েল সম্পর্কে নতুন উষ্ণতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গত বছর থেকেই দুই দেশের মধ্যে এক ধরনের গোপন সম্পর্ক চলে আসছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :ফেব্রুয়ারি ৮, ২০১৮ ১১:৪৩ পূর্বাহ্ণ