১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

মিরপুরে দ্বিতীয় টেস্টে ফিল্ডিংয়ে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক:

মিরপুরে দ্বিতীয় টেস্টে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ। টসে হেরে ফিল্ডিং করবে টাইগাররা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে সকাল সাড়ে নয়টায়। হোম অব ক্রিকেটের ঘূর্ণি সহায়ক উইকেটে ইতিমধ্যেই টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দিনেশ চান্দিমালের দল।

এদিকে এই টেস্ট জিতলে কিংবা ড্র করলে বাংলাদেশ প্রথমবারের মত টেস্ট র‍্যাংকিংয়ে ৮ নম্বরে ওঠার সুযোগ আছে টাইগারদের সামনে। এই মুহূর্তে র‍্যাংকিংয়ে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট সমান ৭২। এই টেস্ট ড্র হলে বাংলাদেশের ২ রেটিং পয়েন্ট বাড়বে। জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়বে ৬। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে তখন বাংলাদেশ হুমকি হয়ে দাঁড়াবে ৭ নম্বরে থাকা পাকিস্তানের জন্য।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল। ওই ম্যাচের দুই ইনিংসেই প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেন মুমিনুল হক। দেশের টেস্ট ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত রান করার রেকর্ডও গড়েন তিনি। শেষ দিনে প্রায় হারতে বসা বাংলাদেশ ম্যাচ ড্র করে মুমিনুল আর লিটন দাসের অসাধারণ ব্যাটিংয়ে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৮, ২০১৮ ১০:২৪ পূর্বাহ্ণ