নিজস্ব প্রতিবেদক:
আজ রাজধানীতে যানবাহন ও লোকজনের সংখ্যা অনেক কম। ফলে পল্টন, শাহবাগ, সাইন্সল্যাবের মত ব্যস্ত মোড়ে কোনো যানজট চোখে পড়েনি। অন্য সময় সপ্তাহের শেষ দিনের সকালে এই তিন সিগন্যালে কমকরে হলেও আধ ঘণ্টা সময় নষ্ট হতো আপনার। তবে যানবাহন কম থাকলেও মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি চোখে পড়েছে, বিশেষ করে শাহবাগ মোড়ে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আজ রায় ঘোষণার কথা রয়েছে। আর এ রায়কে ঘিরে রাজধানী ঢাকাসহ সারাদেশের মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। একই সঙ্গে রাজধানীতে দেখা দিয়েছে গণপরিবহন সংকট।
সরেজমিনে ঘুরে দেখা গিয়েছে, রাজধানীর যাত্রাবাড়ি, গাবতলী, মহাখালী, আব্দুল্লাহপুরসহ প্রবেশ মুখগুলো ও বিভিন্ন পয়েন্টে গণপরিবহন নেই বললেই চলে। খুব কম সংখ্যক গাড়ি রাজধানীর রাস্তায় চলতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
এছাড়া বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে নাশকতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে সম্ভাব্য যে কোনো ধরনের নাশকতা এড়াতে সর্বোচ্চ সতর্কতাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মোড়ে মোড়ে চলছে পুলিশি তল্লাশি।
এদিকে, রায় শুনতে মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতে যাবেন। খালেদা জিয়ার আইনজীবী ছানাউল্লাহ মিয়া বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন। সকাল ১০টার দিকে খালেদা জিয়া বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে উপস্থিত হবেন বলে তিনি জানান।
দৈনিক দেশজনতা/এন এইচ