১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:৩৭

রংপুরে নামছে ৫ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ৫ প্লাটুন বিজিবি মাঠে নামানো হচ্ছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টা থেকে বিজিবির এসব সদস্য মাঠে কাজ করবে। বৃহস্পতিবার রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এ কথা জানান।

জেলা প্রশাসক জানান, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ ও র‌্যাবের পাশাপাশি রংপুরে নামানো হচ্ছে বিজিবি।

জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, বিজিবির এসব সদস্য গুরুত্বপুর্ন এলাকাগুলোতে টহল দিবে। তাদের সাথে ম্যাজিস্ট্রেটও থাকছে।

তিনি বলেন, রংপুরের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবিকে রাখা হচ্ছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ৮:২৫ অপরাহ্ণ