১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

তৃতীয় সন্তানের নাম জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক:

মাতেও ও থিয়াগোর পর তৃতীয় সন্তানকে স্বাগতম জানাতে অপেক্ষায় রয়েছেন লিওনেল মেসি। শিগগিরই আর্জেন্টাইন অধিনায়ক ও আন্তোনেল্লা রোকুজ্জোর ঘর আলো করে আসছে আরও একটি ছেলে। আর বার্সেলোনা তারকা ইতোমধ্যে তার তৃতীয় ছেলের নাম ঠিক করেছেন ‘কাইরো’।

এর আগে ২০১৭ সালের অক্টোবরে মেসি নিশ্চিত করেছিলেন, তাদের আরও একটি সন্তান পৃথিবীর আলোতে আসছে। যেখানে চলতি ফেব্রুয়ারি মাসের শেষ অথবা মার্চের শুরুর দিকে ভূমিষ্ঠ হতে পারে। মেসি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তার ছেলের নাম প্রকাশ করেন।

এদিকে মাঠের পারফরম্যান্সেও দুর্দান্ত সময় কাটাচ্ছেন পঁচবারের ব্যালন ডি অর জয়ী মেসি। স্প্যানিশ লা লিগায় প্রায় তার একার কৃতিত্বেই শীর্ষে রয়েছে বার্সা। চ্যাম্পিয়নস লিগেও ভালো অবস্থানে কাতালানরা। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭টি গোল করেছেন তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ৪:৩৭ অপরাহ্ণ