১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৯

বাংলাদেশে কম্পিউটার বানাবে পাঁচ আন্তর্জাতিক ব্র্যান্ড: জব্বার

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘পৃথিবীর খ্যাতনামা পাঁচটি প্রতিষ্ঠান বাংলাদেশে কম্পিউটার তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। ২০১৮ সালের মধ্যেই এসব কারখানা কম্পিউটার উৎপাদন শুরু করবে।’ বুধবার সকালে এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান সেন্টার) পাঁচ দিনব্যাপী দেশের বৃহৎ ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৮ এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, `গত ১৮ জানুয়ারি বাংলাদেশের প্রথম কম্পিউটার তৈরির কারখানা উদ্বোধন করেছি। তার মানে আমরা আমদানিকারক দেশে থেকে উৎপাদনকারী দেশ হতে চলেছি।’  মোস্তাফা জব্বার আরো বলেন, `আমরা বিদেশি কোম্পানিদের বলছি আপনারা আমাদের দেশে কারখানা করুন। আপনাদের ব্র্যান্ড বদলানোর দরকার নেই। আপনাদের ব্র্যান্ডই বাংলাদেশে পণ্য তৈরি করুন। আপনাদের আমরা কর রেয়াত দেবো। আপনারদেরকে আমরা জায়গা দেবো। আপনারা যে সুবিধা চান সেটাই দেয়া হবে।’

তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, `আমি দেখতে চাই স্যামসাং, এইচপি কিংবা ডেলের প্রযুক্তিপণ্যের গায়ে লেখা থাকুক ‘মেড ইন বাংলাদেশ’ লেখাটা। ‘বাংলাদেশে কেবলমাত্র প্রযুক্তিপণ্যের সরঞ্জামাদির আমদানির ডিউটি কমিয়েছে তা না। বাংলাদেশ সম্ভবত পৃথিবীর এমন একটা দেশ যেখানে পণ্য উৎপাদন করে বিদেশে হার্ডওয়্যার রপ্তানি করলে ১০ শতাংশ ক্যাশ ইনসেনটেটিভ দেয়া হবে।’ যোগ করেন মোস্তাফা জব্বার।’

এই ঘটনাকে তিনি অতুলনীয় উল্লেখ করে বলেন,  `বাংলাদেশের বাজার তো আছেই। আপনার প্রতিষ্ঠানের আশে পাশের দেশে রপ্তানি করুন। এজন্য পাচ্ছেন ১০ শতাংশ ক্যাশ ইনসেনটেটিভ। পাশাপাশি দেশের বাজারে বিক্রি করলো উপভোগ করতে পারবেন ট্যাক্স হলিডে। এজন্য একটি গাইড লাইন তৈরি হচ্ছে। যেটা এসআরও আকারে আগামী বৃহস্পতিবার প্রকাশ করা হবে। ১ জুলাই ২০১৭ থেকে এটা প্রযোয্য হবে।’

প্রধানমন্ত্রী দেশের সকল শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেয়ার স্বপ্ন দেখছেন উল্লেখ করেন মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, `এদেশে ১৬ কোটি মানুষের মধ্যে সাড়ে পাঁচ কোটি ছাত্র-ছাত্রী আছে। এই সাড়ে পাঁচ কোটি ছাত্র-ছাত্রীর প্রত্যেককে আমরা একটা ডিভাইস দেবো। প্রধানমন্ত্রী এটা চান। ২০১৪ সালে ১ জানুয়ারি বলেছেন আমার ছেলেমেয়েরা ল্যাপটপ হাতে নিয়ে স্কুলে যাবে এটা আমি দেখতে চাই।’ তথ্য প্রযুক্তি শিল্পের সুখবর জানিয়ে মন্ত্রী বলেন, ‘সুখবরটা হলো বাংলাদেশ ফেব্রুয়ারি মাসের মধ্যে নেপাল ও নাইরেজিয়াতে কম্পিউটার রপ্তানি করতে যাচ্ছে।’

মন্ত্রী জানান, বাংলাদেশ  এক সময় বিদেশিদের তৈরি সফটওয়্যার দিয়ে চলতো। সেই বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এখন বিদেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোর জন্য সফটওয়্যার তৈরি করছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্যপ্রযুক্তি ও শিক্ষাবিদ ড. জামিলুর রেজা চৌধুরী, ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৮ এর আহ্বায়ক তৌফিক এহসান প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ৪:২৯ অপরাহ্ণ