১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১১

সাকিবের অভাব পূরণে আশাবাদী মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক:

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অভাব পূরণ করা পুরো টিমের জন্য অনেক বড় চ্যালেঞ্জ বলে মনে করেন টাইগারদের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে নিজেদের স্পিন অ্যাটাক দিয়ে সাকিবের অভাব পূরণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মিরপুরে শেষ টেস্টে নামার আগে বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে একথা জানান মাহুদুল্লাহ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে সাকিবের অভাব পূরণ করাটা আমাদের পুরো টিমের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। সে আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। ওয়ার্ল্ড ক্লাস বোলার ও ব্যাটসম্যান। সবদিক থেকেই সে এগিয়ে। কিন্তু আমাদের যে স্পিন অ্যাটাক আছে হয়তো তাদের দিয়ে আমরা সাকিবের অভাব পূরণ করতে পারব। মিরপুরের পিচ নিয়ে বাংলাদেশ দলপতি বলেন, পিচ দেখে ড্রাই মনে হলো। বোলাররা সুযোগ পেলেও ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ হবে। মাহমুদুল্লাহ বলেন, ব্যাটসম্যাদের জন্য মনোযোগটা গুরুত্বপূর্ণ। তারা যদি তাদের সেরাটা দিতে পারে তাহলে আশা করি, আমরা ভালো একটা স্কোর দিতে পারব।

আগামীকাল থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। চট্টগ্রামে প্রথম টেস্ট ড্র হওয়ায় এই ম্যাচের জয়ী দল একই সঙ্গে সিরিজও জিতে নেবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ৪:২৩ অপরাহ্ণ