২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৩

ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত: ২

আন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত পশ্চিমতীরের নাবলুশ শহরে বুধবার ইসরাইল সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইরাক আল-তাহিয়ার বুকে গুলি লাগলে তিনি নিহত হন বলে জানিয়েছেন আল নাজাহ হাসপাতালের কর্মকর্তারা।-খবর আলজাজিরা।

ফিলিস্তিনিদের গ্রেফতার করতে ইসরাইলি সেনারা নাবলুশে ঢুকে পড়লে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৪০ ব্যক্তি আহত হয়েছেন। ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। একজনের ওপর সেনাবাহিনী জিপ উঠিয়ে দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। এ ছাড়া একজনের হাঁটুতে গুলি করা হয়েছে।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গত এক মাস ধরে তন্ন তন্ন করে খোঁজার পর তারা এক ফিলিস্তিনিকে গুপ্তহত্যা করেছে। অবৈধ বসতিতে এক ইহুদিকে হত্যার পর আহমাদ জারার নামে ওই ব্যক্তিকে খোঁজা হচ্ছিল। জেনিন শহর থেকে ৯ কিলোমিটার দূরে ইয়ামুন গ্রামে পালিয়ে ছিলেন আহমাদ জারার। বুধবার সকালে তাকে পাওয়া গেলে ইসরাইলি বাহিনীর গুলিতে তার বুক ঝাঁজরা হয়ে যায়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ২:১৭ অপরাহ্ণ