২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৪

হাফসেঞ্চুরি দিয়ে শুরু সালমান বাটের

স্পোর্টস ডেস্ক:

লর্ডসে ২০১০ সালে ফিক্সিংয়ে জড়িয়ে ক্রিকেট থেকে দীর্ঘ সময় নির্বাসনে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। নিষেধাজ্ঞা কাটিয়ে ইতোমধ্যে ঘরোয়া পর্যায়ে খেলেছেন তিনি। এবার বাংলাদেশে এসে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে। বাংলাদেশের এই ঘরোয়া ক্রিকেটে খেলতে এসে মোহামেডানের হয়ে উদ্বোধনী ম্যাচেই হাফসেঞ্চুরি করেছেন সালমান বাট। বুধবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচে তিনি করেছেন ৬২ রান। বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নামা মোহামেডানের হয়ে দুর্দান্ত একটি ইনিংস খেলেন বাট। অলক কাপালির বলে ছয় মারতে গিয়ে শাখাওয়াত হোসেনের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৮০ বল থেকে সাতটি চারের মারে ৬২ রান করেন তিনি। মোহামেডানের আরেক ব্যাটসম্যান শামসুর রহমান হাফসেঞ্চুরি পূর্ণ করে হাঁটছিলেন সেঞ্চুরির দিকে।
উল্লেখ্য, লর্ডস টেস্টের স্পট ফিক্সিংয়ে শুরুতে পাঁচ বছর নিষিদ্ধ ছিলেন বাট। লন্ডনে কারাভোগও করেছেন। ২০১৫ সালে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে। একইসঙ্গে নিষিদ্ধ হওয়া তিন ক্রিকেটারের মধ্যে মোহাম্মদ আমির পাকিস্তান জাতীয় দলে ফিরলেও বাটের সেই সৌভাগ্য হয়নি।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ২:১৪ অপরাহ্ণ