৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০২

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত আবদুল হামিদ

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতি পদে একজন মাত্র প্রার্থী থাকায় ভোট হচ্ছে না এবারও। আবদুল হামিদকেই দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এএম নূরুল হুদা এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

আগামী ২৩ এপ্রিল ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে পারেন আবদুল হামিদ। আজই এ সংক্রান্ত গেজেট প্রকাশ হতে পারে বলে জানান সিইসি। বুধবার সন্ধ্যায় সিইসি কে এম নূরুল হুদা বঙ্গভবনে গিয়ে দেখা করবেন আবদুল হামিদের সঙ্গে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ১:১৯ অপরাহ্ণ