১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৫

ভেনিজুয়েলায় ফের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক :

ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগ দাবিতে আবারও বিক্ষোভ শুরু হয়েছে। মঙ্গলবার বিরোধীরা রাজধানী কারাকাসের প্রধান সড়কগুলো অবরোধ করেছে।

গত এক মাসে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে ২৮ জন নিহত হয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটিতে নতুন সংবিধান তৈরির প্রস্তাব দিয়ে ৫০০ সদস্যের একটি কমিটি গঠন করার পরই নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। মাদুরো বলছেন, বিদেশি শক্তির সাথে ষড়যন্ত্র করে তাকে উৎখাতের চেষ্টা চলছে। আর তাই তা প্রতিরোধে দরকার নতুন সংবিধান। বিরোধীদের দাবি, বিরোধী দল নিয়ন্ত্রিত কংগ্রেসকে পাশ কাটাতেই এ প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট। তারা খাদ্য সংকটের জন্য মাদুরোকে দায়ী করে তার দ্রুত পদত্যাগ দাবি করেছেন।

মঙ্গলবার বিক্ষোভে রাজধানী কারাকাস রীতিমতো স্থবির হয়ে পড়ে। শহরজুড়ে বিক্ষোভকারীরা রাস্তাঘাট অবরোধ করে রাখে। নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ বাধে।

বিক্ষোভে অংশ নেওয়া রাউল হারনান্দেজ নামে শিক্ষার্থী বলেন, ‘মাদুরো যে সাংবিধানিক কমিটির কথা বলেছেন, তা নির্বাচনকে এড়িয়ে যাওয়ার একটি ষড়যন্ত্র।’

বিরোধীদলীয় নেতারা বুধবার বড় আকারে বিক্ষোভের ডাক দিয়েছেন। বিরোধী দলীয় নেতা হেনরিক কাপ্রিলাস টুইটারবার্তায় বলছেন, লোকজন রাস্তায় আছে। আপনাদের অবশ্যই এ ধরণের পাগলামির অবাধ্যতা করতে হবে।

প্রকাশ :মে ৩, ২০১৭ ১১:৪০ পূর্বাহ্ণ