১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৮

যেকোনো সময় সরকার থেকে জাপার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

যেকোনো সময় সরকারে থাকা জাতীয় পার্টির তিন মন্ত্রী পদত্যাগ করছেন।
সরকার ও বিরোধী দলে থাকা নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের সমালোচনার একদিন পরই এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।
মঙ্গলবার রাতে জাতীয় পার্টির সংসদীয় দলের এক সভায় সরকার থেকে দলের সদস্যদের পদত্যাগের এই সিদ্ধান্ত হয়।
বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ সংসদীয় দলের অধিকাংশ সদস্য।
জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, সংসদীয় সভায় সরকার থেকে বেরিয়ে আসার বিষয়টি স্বয়ং পার্টি চেয়ারম্যানই উপস্থাপন করে বলেন, ‘আগে আমাদের পরিচয় ঠিক করতে হবে। নানা কারণে এতদিন আমরা সিদ্ধান্ত নিতে পারিনি। সামনে নির্বাচন, এখনই সরকার থেকে বেরিয়ে বিরোধী দল হিসেবে আমাদের অবস্থান পরিষ্কার করতে হবে।’
এ সময় এরশাদের বক্তব্যে পূর্ণ সমর্থন দেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তবে এর বিরোধিতা করেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, ‘এখনো সময় হয়নি সরকার থেকে বেরিয়ে আসার।’
কিন্তু সভায় বাকি সদস্যরা সরকার থেকে বেরিয়ে আসার জন্যই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দাবি জানান। এক পর্যায়ে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ অধিকাংশের সম্মতিতে সরকার থেকে জাতীয় পার্টির সদস্যদের পদত্যাগের সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য ‍নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘সরকার থেকে জাতীয় পার্টির পদত্যাগের বিষয়ে আগেই কথা চলছিল। তবে এতদিন সরকারের গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। সম্প্রতি সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে পদত্যাগের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, সরকারে থাকা জাতীয় পার্টির সদস্যরা হলেন- মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদ, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মুজিবুল হক চুন্নু ও পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

প্রকাশ :মে ৩, ২০১৭ ১১:৩৭ পূর্বাহ্ণ