১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৯

রাজধানীতে ডিজিটাল আইসিটি ফেয়ার শুরু আজ

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান সেন্টার) বুধবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনের ডিজিটাল আইসিটি ফেয়ার। ‘ডিজিটাল লিটারেসি ফর এভরিওয়ান’ স্লোগান নিয়ে নবমবারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি ও ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৮ এর আহ্বায়ক তৌফিক এহেসান জানান, মেলায় আসা বিভিন্ন প্রযুক্তিপণ্যে থাকবে বিশেষ ছাড় ও উপহার। এ মেলায় আইসিটি মার্কেটের ৬৫০টি আইটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় বিশেষ আয়োজন হিসেবে থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেলিব্রিটিদের মেলা পরিদর্শন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিনামূল্যে মেলায় প্রবেশ ও মেলা পরিদর্শনের ব্যবস্থাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়াও মেলা চলাকালে প্রবেশ টিকেটের ওপর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। মেলার প্ল্যাটিনাম স্পন্সর হলো এসার, ডেল, এইচপি, লজিটেক ও এক্সট্রিম।

এ মেলায় বাংলাদেশের শীর্য আইসিটি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ীদের বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের লেটেস্ট প্রযুক্তি প্রদর্শন করা হবে। মেলায় আসা বিভিন্ন প্রযুক্তি পণ্যে থাকবে বিশেষছাড় ও আকর্ষণীয় উপহার।

এছাড়াও মেলা চলাকালে থাকছে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্রসহ প্রতিটি ফ্লোরে নানা আয়োজন।

১০ ফেব্রুয়ারি সকাল দশটায় তিন বছর থেকে ১২ বছর বয়সীদের তিনটি গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মেলার গোল্ড স্পন্সর আসুস, এফোরটেক ও লেনেভো। সিলভার স্পন্সর টিপি-লিংক, ডি-লিংক ও ইউসিসি। মেলায় প্রবেশ মূল্য ১০ টাকা। তবে স্কুল শিক্ষার্থীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৭, ২০১৮ ১১:১৩ পূর্বাহ্ণ