স্পোর্টস ডেস্ক:
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়ন দল এসেক্সে সংক্ষিপ্ত সময়ের জন্য যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার পিটার সিডল। ২০১৮ মৌসুমে এ্যান্থনী ম্যাকগ্রা’র দলে প্রথম পাঁচটি ম্যাচে অংশ নিতে রাজী হয়েছেন সিডল। এর আগে ইংলিশ কাউন্টিতে ল্যাঙ্কাশায়ার ও নটিংহ্যাম্পশায়ারের হয়ে ৩৩ বছর বয়সী সিডল বেশ কিছুদিন খেলেছেন। অস্ট্রেলিয়ার হয়ে ৬২টি টেস্ট ম্যাচে নিয়েছেন ২১১ উইকেট। কিন্তু ২০১৬ সালের পর থেকে তাকে আর জাতীয় দলে দেখা যায়নি।
এসেক্সের ওয়েবসাইটে সিডল বলেছেন, ‘কাউন্টি ক্রিকেটে আমার আগের অভিজ্ঞতা বেশ ভাল, ঐ সময়গুলো আমি বেশ উপভোগ করেছি। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এসেক্সে খেলার জন্য আমি মুখিয়ে আছি। এই ক্লাবের অনেক ভাল দিক সম্পর্কে আমি শুনেছি। মৌসুমের প্রথম কয়েক সপ্তাহে শিরোপা ধরে রাখার মিশনে যা করা প্রয়োজন তাই করার চেষ্টা করবো।’
এদিকে ম্যাকগ্রা বলেছেন, সিডলের মত দারুন অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড়কে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আশা করছি সে নিজেকে প্রমান করতে পারবে। এতে করে দলের সাথে সাথে তরুন বোলাররাও উপকৃত হবে। বাসস।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

