১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৪

আইপিএলে অশ্বিন

স্পোর্টস ডেস্ক:

টেস্ট ক্রিকেটে দ্রুততম ৩০০ উইকেটের মালিক রবিচন্দন অশ্বিন সাদা পোষাকে ভারতের প্রথম পছন্দ বরাবরই। কিন্তু ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই সংক্ষিপ্ত সংস্করণে খুব বেশি সুযোগ মিলছে না অশ্বিনের। সেখানে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং রিস্ট স্পিনার কুলদ্বিপ যাদবই এখন ভারতীয় দলের প্রথম পছন্দ। তবে ওয়ানডে ও টি-টুয়েন্টি দলে সুযোগ না পাওয়ার বেদনায় অশ্বিনের বুকটা বুঝি এখন ক্ষত-বিক্ষত। নইলে অফ স্পিনার থেকে লেগ স্পিনার হওয়ার পরিকল্পনা করে কেউ! আসছে আইপিএলেই কিন্তু লেগ স্পিনার অশ্বিনের দেখা মিলতে যাচ্ছে।

অশ্বিন নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নিজের পরিকল্পনার কথা, ‘‌আইপিএলের জন্য আমার পরিকল্পনাগুলোর একটি এটি। আমার অস্ত্রাগারে এটি (লেগ স্পিন) যোগ করে দেখতে চাই। চেন্নাইয়ে যখন আমি লিগ ক্রিকেটে খেলতাম তখন অফ স্পিনের সঙ্গে ভালো লেগ স্পিনও করতে পারতাম। একটা দীর্ঘ সময় পার করার পর আমার স্টক বলে নতুন কিছু যোগ করতে চাই। আমি বৈচিত্র আনতে চাই।’ সেই বৈচিত্র এনে ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের জন্য নিজেকে ফের অপরিহার্য করে তুলতে চান অশ্বিন।

আইপিএলে এবার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলবেন অশ্বিন। এর আগে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম আট বছর খেলেছেন অশ্বিন। দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে চেন্নাই ফিরেছে আইপিএলে। কিন্তু অশ্বিনের প্রতি আগ্রহ দেখায়নি তারা। ৭.৬ কোটি ভারতীয় রুপিতে পাঞ্জাবে খেলেবেন অশ্বিন। চেন্নাই খেলতে না পারার হতাশও আছে অশ্বিনের মনে। দেখার বিষয় লেগ স্পিন দিয়ে অশ্বিন চেন্নাই ও জাতীয় দলের নির্বাচকদের কোন বার্তা দিতে পারেন কিনা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০১৮ ৫:০৯ অপরাহ্ণ