স্পোর্টস ডেস্ক:
ত্রিদেশীয় সিরিজটাই কাল হয়ে দাঁড়াল শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের জন্য। মাত্র একটা ওয়ানডে খেলে পড়েছিলেন হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে। সেই চোট সারিয়ে আর ফিরতেই পারলেন না লঙ্কান দলনেতা। ছিটকে গেলেন পুরো বাংলাদেশ সফর থেকেই।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের সাথে প্রথম ম্যাচেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন লঙ্কান অলরাউন্ডার। সিরিজ থেকে ছিটকে পড়লেও লঙ্কান টিম ম্যানেজমেন্টের আশা ছিল ত্রিদেশীয় সিরিজের পর পরই বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি- টোয়েন্টি সিরিজে ফিরবেন ম্যাথিউস। সেই সম্ভাবনাও শেষ হয়ে গেল। টিম ম্যানেজমেন্ট প্রত্যাশা করেছিল খুব তাড়াতাড়িই সেরে উঠবেন তিনি। কিন্তু খুব শিগগিরই সেরে উঠার সম্ভাবনা নেই ম্যাথিউসের। ফলে বাংলাদেশ সফরের বাকি সময়টুকুও ম্যাথিউসকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
ম্যাথিউসের সাথে ইনজুরির সুসম্পর্ক বেশ পুরোনো। এর আগেও ইনজুরির কারণে টানা দুটি সিরিজ থেকে ছিটকে পড়েছেন তিনি। ভারতের বিপক্ষে সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন তিনি। ২০১৬ সালে জিম্বাবুয়ে সিরিজে মাঠেই নামতে পারেননি পায়ের সমস্যার কারণে।
ম্যাথিউসকে ছাড়া চট্টগ্রাম টেস্ট বেশ ভালোভাবেই শেষ করেছে শ্রীলঙ্কা। ঢাকায় দ্বিতীয় টেস্ট নিয়েও খুব একটা ভাবছে না লঙ্কান শিবির। তবে তাদের ভাবনা টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। কারণ টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না দিনেশ চান্দিমাল। উইকে টরক্ষক চান্দিমালের জায়গায় থিসারা পেরেরাকেই সম্ভবত অধিনায়কের দায়িত্ব দিতে যাচ্ছে শ্রীলঙ্কা। সেক্ষেত্রে ম্যাথিউসের অনুপস্থিতি বেশ ভালোই ভোগাবে লঙ্কানদের।
দৈনিকদেশজনতা/ আই সি