১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

জাতীয় দলে খেলাই মূল লক্ষ্য নারাইনের

স্পোর্টস ডেস্ক:

জাতীয় দলের ক্রিকেটারদের সাথে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের বনিবনা না হওয়ার খবর নতুন না। সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বের দল গঠনের সময়ও তার প্রতিফলন ঘটে। বিশ্বকাপ বাছাইপর্বের দলে দেখা যায়নি তারকা স্পিনার সুনীল নারাইনকে। জাতীয় দলের হয়ে না খেলে পাকিস্তান সুপার লিগকে (পিসিএল) বেছে নিয়েছেন নারাইনসহ ওয়েস্ট ইন্ডিসের জাতীয় দলের আরো কিছু অভিজ্ঞ ক্রিকেটার।

এতেই গুজব ডালপালা মেলতে শুরু করেছে। বলা হচ্ছে জাতীয় দলের হয়ে আর খেলবেনই না নারাইন। অবশ্য এসব গুজবকে উড়িয়ে দিয়েছেন এই স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলাকেই ‘মূল লক্ষ্য’ হিসেবে দেখেন সব সময়। তিনি বলেন, ‘লোকে যা বলছে বিষয়টা তেমন নয়। তবে আমি এখনই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চাই না। বিশেষ করে ৫০ ওভারের ক্রিকেটে। আমার মনে হয় আমার ঘরোয়া ক্রিকেটের ৫০ ওভারের ম্যাচগুলো খেলা উচিত। দ্রুত ফেরার আগে এখানে অভ্যস্ত হতে চাই।’

নারাইনের এখনই জাতীয় দলে ফেরার ব্যাপারে অনিহার কারণ কিছুটা অনুমান করাই যায়। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে বেশ কয়েকবার নিষিদ্ধ হয়েছেন এই স্পিনার। এখন অ্যাকশন শুধরে খেলছেন। আগে নিজেকে ঝালিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে ফিরতে চান এই উইন্ডিজ তারকা। বোর্ডকে সে কথা জানিয়েও দিয়েছেন তিনি। এই মুহূর্তে নারাইনের একমাত্র উদ্দেশ্য খেলা উপভোগ করা। খেলাটাকে উপভোগ করেই ফেরাতে চান আত্মবিশ্বাস।

মাঠে ফেরার ব্যাপারে নারাইন বলেন, ‘পুরো বিষয়টাই আমার ব্যক্তি পারফরম্যান্সের ওপর নির্ভর করছে। আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলাই আমার চূড়ান্ত লক্ষ্য। এ ছাড়া মনে করি নিজের ক্রিকেট উপভোগ করা উচিত। সেটা যেখানেই হোক। তাই ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলোতে নিজের অবস্থা আগে দেখে নিই। যদি স্বস্তি পাই এবং উপভোগ করতে পারি, তাহলে কেন ফিরব না?’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০১৮ ৩:৪৬ অপরাহ্ণ