১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০১

জামালপুরে বিএনপি-জামায়াতের ৭০ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৭০ নেতাকর্মীকে গ্রেপ্তারর করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে জামালপুর সদর থেকে জেলা বিএনপির দপ্তর বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ারুল ইসলাম কর্ণেলসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।

সরিষাবাড়িতে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাসুদ রানা দুলাল এবং পৌর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. হাসানসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মেলান্দহ, ইসলামপুর, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ এবং বকশিগঞ্জে গ্রেপ্তার হন বিএনপি-জামায়াতের ৩৭ নেতাকর্মী। জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানিয়েছেন- পরোয়ানা ও একাধিক মামলা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০১৮ ২:৫৭ অপরাহ্ণ