২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৪৮

সুযোগ পেলে জনগণ ভিআইপিগিরি ছুটিয়ে দেবে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপি এবং জরুরি সেবাদানকারী সংস্থার যানবাহনের জন্য আলাদা লেন করার যে প্রস্তাব এসেছে এর তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও টক শো’র পরিচিত মুখ আসিফ নজরুল। মঙ্গলবার তিনি তার ফেসবুক পেইজে লিখেছেন, ‘বহুদিন গালি দেই না কাউকে। কিন্তু ভিআইপি লেন-এর খবর শুনে কী যে গালাগালি করতে ইচ্ছে করছে! কী যে বিরক্ত লাগছে! ’

আসিফ নজরুল লিখেছেন, ‘এদেশের মানুষকে বোধহয় চেনে না এরা ঠিকমতো। সুযোগ পেলে ছুটিয়ে দেবে এসব ভিআইপি-গিরি!’ সম্প্রতি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবার যানবাহন এবং ভিআইপিদের চলাচলের জন্য রাজধানীর রাজপথে আলাদা লেইন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রস্তাব পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। আর সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এই বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

জনাধিক্যের নগর ঢাকায় চলাচল এক বিড়ম্বনার নাম। সকাল থেকে গভীর রাত অবধি প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কেই লেগে থাকে যানজট। ছুটির দিনগুলোতে যানজট কিছুটা কম থাকলেও বিড়ম্বনা থেকে পুরোপুরি মুক্ত নয় নগরবাসী। এই অবস্থায় ভিআইপিদের জন্য সড়কে আলাদা লেন চালুর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই প্রস্তাবের তীব্র সমালোচনা হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০১৮ ২:৫২ অপরাহ্ণ