১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২১

জুনে ক্যারিবিয় মাটিতে প্রথম দিবা-রাত্রির টেস্ট

স্পোর্টস ডেস্ক:

২০১৫ সালের নভেম্বরে ক্রিকেট ইতিহাসের প্রথম দিবা-রাত্রির টেস্টে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এরপর দু’বছরের কিছু বেশি সময়ে ৮টি এমন ম্যাচ হয়েছে। যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ অংশ নিয়েছিল দু’টিতে। তবে ম্যাচ দুটির কোনটিই ক্যারিবিয়ান মাটিতে আয়োজিত হয়নি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বারবাডোজের কেনসিংটন ওভালে ২৩ জুন থেকে আয়োজন করতে যাচ্ছে দিবা-রাত্রির টেস্ট। যাতে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ থাকবে শ্রীলঙ্কা।

এই সফরের মাধ্যমে প্রায় দশ বছর পর ওয়েস্ট ইন্ডিজে যাবে শ্রীলঙ্কা। সর্বশেষ ২০০৮ সালে দুই টেস্টের সিরিজ খেলতে সেখানে গিয়েছিল লঙ্কানরা। তারা প্রথম ম্যাচটি জিতলেও পরের ম্যাচটি হেরে যাওয়ায় সিরিজ ১-১ এ ড্র হয়েছিল সেবার। তবে ওই জয়টিই ছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শ্রীলঙ্কার প্রথম টেস্ট জয়। উইন্ডিজ বনাম শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় টেস্টটি হবে দিবা-রাত্রির। সিরিজ শুরু হবে ৬ জুন থেকে। তৃতীয় টেস্ট শুরু হবে ২৩ জুন থেকে।

গেল বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ঘোষণামতে, তৃতীয় টেস্টটি হওয়ার কথা ছিল সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে। দ্বিতীয় টেস্টটি হওয়ার কথা কেনসিংটন ওভালে। তবে মঙ্গলবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় ও তৃতীয় টেস্টের ভেন্যু পরিবর্তিত হয়েছে। ১৪ জুন থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্ট হবে সেন্ট লুসিয়ায়। আর প্রথম টেস্টটি যথারীতি শুরু হবে ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে। অবশ্য দিবা-রাত্রির দুই টেস্ট খেলে দুটোতেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আর শ্রীলঙ্কা একটি খেলে তাতেই জিতেছে এখন পর্যন্ত।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০১৮ ৩:৩৮ অপরাহ্ণ