১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

সরকার দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার দেশকে একটি আদর্শ পুলিশী রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হয়েছে। এ সরকার গণতন্ত্রকে কঙ্কালে পরিণত করেছে। ক্ষমতাসীন সরকার ৮ ফেব্রুয়ারির রায়কে ঘিরে বিএনপি নেতাকর্মীদের ওপর চূড়ান্ত ক্র্যাকডাউন চালাচ্ছে।

আজ মঙ্গলবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  তিনি আরো বলেন, সারাদেশে এখন পর্যন্ত বিএনপির ১১০০ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সন্ধান দাবি করেন রিজভী। তাকে আটক করা হলে বা না হলেও অবস্থান পরিষ্কার করতে বলেন তিনি।

তিনি বলেন, সোহেল কোথায় আছেন কী অবস্থায় তাকে রাখা হয়েছে আমরা কিছু জানি না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০১৮ ১:৩৭ অপরাহ্ণ