১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২০

এপিজির সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ

দৈনিক দেশজনতা ডেস্ক:

অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘের বিভিন্ন দফতরে প্রতিনিধিত্বকারী ৫৪ সদস্যের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপের (এপিজি ) সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন জানিয়েছে, গত ২ ফেব্রুয়ারি ভিয়েনায় জাতিসংঘ দফতরে এপিজে গ্রুপের সাবেক সভাপতি থাইল্যান্ডের কাছ থেকে দায়িত্ব নিয়েছে বাংলাদেশ। জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এম আবু জাফর আগামী ছয় মাস এই দায়িত্ব পালন করবেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০১৮ ১:০২ অপরাহ্ণ