১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৩

আশুলিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো চিকিৎসকের

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় প্রাইভেটকার আরোহী এক চিকিৎসকের প্রাণ গেছে।মঙ্গলবার ভোরে আশুলিয়ার মড়াগাং এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল দেওয়ান (৩৮) আশুলিয়ার জিরাব এলাকার আবু সাঈদ দেওয়ানের ছেলে।তিনি সাভারের তালবাগ এলাকায় থেকে একটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা দিতেন।

নিহতের পরিবারের বরাতেআশুলিয়া থানার এসআই মো.মনিরুজ্জামান জানান, রুবেল তার প্রাইভেটকারে করে ঢাকা থেকে তালবাগে ফিরছিলেন। মড়াগাং এলাকায় তার গাড়ি বিকল হয়ে যায়। “এ সময় রুবেল গাড়ি থেকে নামতে গেলে একটি দ্রুত গতির ট্রাক তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এসআই বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গাড়ি চালক সুফিয়ান মিয়াকে আটক করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৬, ২০১৮ ১২:৫০ অপরাহ্ণ