নিজস্ব প্রতিবেদক:
মন্ত্রিপরিষদে অনুমোদন পাওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারাসহ বিতর্কিত ধারাগুলো বাতিলের দাবি জানিয়েছেন রাঙামাটি জেলায় কর্মরত সাংবাদিকরা। সোমবার বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের দক্ষিণ ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় তারা এই দাবি জানান।
রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, কিছু দুর্নীতিবাজ আমলা তাদের দুর্নীতি আড়াল করতে এ আইন তৈরি করছে। এ আইনের সাংবাদিক, সাধারণ মানুষ ও অফিসের নিম্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অপব্যবহার করার আশঙ্কা করছেন তারা।
রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সোলায়মান, সাধারণ সম্পাদক হিমেল চাকমা, সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক মনসুর আহমদ প্রমুখ বক্তব্য দেন।
দৈনিক দেশজনতা /এমএইচ