২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৯

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে…

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের গফরগাঁওয়ে চাঁদাবাজি করার সময় প্রাইভেটকারসহ চার ভুয়া সাংবাদিককে আটক করেছে স্থানীয়রা। পরে চাঁদাবাজি করবে না এমন মুচলেকায় তারা ছাড়া পান। রবিবার রাতে পৌর এলাকার জন্মেজয় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গফরগাঁও পৌর এলাকায় ভালুকার ইব্রাহীম, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার তারেক আহমেদ, মোস্তফা কামাল ও শামীম সরকার সাংবাদিক পরিচয়ে প্রাইভেটকার নিয়ে চাঁদাবাজি করতে আসেন। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শেষে সাবেক এমপি ফজলুর রহমান সুলতানের বাড়িতে চাঁদাবাজি করতে গেলে তাদের আটক করে এলাকাবাসী। আটককৃতরা ক্রাইম বাংলা২৪, ঢাকা টিভি লাইভ, ক্রাইম বাংলানেট এবং ক্রাইম বাংলাটিভির সাংবাদিক বলে দাবি করেন। পরে রাত ১০টার দিকে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে তাদের চাঁদাবাজি না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ১:১৭ অপরাহ্ণ