১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১০

ছেলেদের বয়ঃসন্ধিতে ত্বকের যত্ন

লাইফ স্টাইল ডেস্ক:

ছেলে, মেয়ে উভয়ের এই সময় অর্থাৎ বয়ঃসন্ধিতে হরমোনের তারতম্যের ফলে সাধারণত ত্বকে ব্ল্যাক-হেড বা ব্রণ বেশি হয়। বেড়ে ওঠার সময় এটি স্বাভাবিক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা এদিকে একদমই নজর দেয় না। অথচ একবার যদি ত্বকের সমস্যা বাড়তে শুরু করে তবে সেটিকে কমানো সাধ্যের বাইরে হয়ে যাবে। কেউই চাইবেনা মুখে কালো দাগ কিংবা ব্রণের মতো গোটা তার মুখের সৌন্দর্য নষ্ট করুক।

আর তাই মুখে এ জাতীয় কোনো গোটা দেখা দিলে কোনোভাবেই তাতে নখ লাগানো ঠিক নয়। যাদের মুখে ব্ল্যাক-হেডস আছে তারা কোনোভাবেই চাপ দিয়ে সেগুলো বের করার চেষ্টা করবেন না। সবসময় চর্ম বিশেষজ্ঞ অথবা দক্ষ বিউটি এক্সপার্টের পরামর্শ নিন।

বাড়িতেও কিছু কিছু যত্ম নেয়া প্রয়োজন: এজন্য প্রতিদিন রাতে বাসায় ফিরে অবশ্যই স্ক্রাব দিয়ে ভালোভাবে মালিশ করে ত্বক পরিষ্কার করবেন।

ব্ল্যাক-হেডস তোলার জন্য একটি ঘরোয়া পদ্ধতি ব্যাবহার করতে পারেন। ডাবের পানিতে অল্প কিছু চাল সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পানি ঝরিয়ে চাল বেটে নিন(ব্লেন্ডারে ব্লেড করে নিলেও হবে। তবে খুব বেশি মিহি করা যাবে না)। বাটা চালের সঙ্গে পরিমান মতো গোলাপ-জল ও ২ থেকে ৩ ফোটা মধু মিশিয়ে ব্ল্যাক-হেডসের উপরে লাগান। কিছুক্ষণ পর আস্তে আস্তে ঘষে ঘষে তুলে  মুখ ভালো করে ধুয়ে ফেলুন। তবে ব্রণের উপর এই মিশ্রণটি লাগাবেন না।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ১১:৪৫ পূর্বাহ্ণ