১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৮

হারিকেন্সকে ২০৩ রানের লক্ষ্য দিল স্ট্রাইকার্স

স্পোর্টস ডেস্ক:

বিগ ব্যাশ লিগের সপ্তম মৌসুমের ফাইনালে হোবার্ট হারিকেন্সকে ২০৩ রানের লক্ষ্য দিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। রবিবার অ্যাডিলেডে প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনার জ্যাক ওয়েদারেল্ডের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২০২ রান করেছে স্ট্রাইকার্স।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করতে থাকে স্ট্রাইকার্স। দলীয় ৪১ রানে ওপেনার অ্যালেক্স ক্যারি (১৮) ফিরে গেলেও রানের গতি কমেনি তাদের। বরং হারিকেন্সের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে অধিনায়ক ট্র্যাভিস হেডের সাথে ৮১ বলে ১৪০ রানের দুর্ধর্ষ জুটি গড়েছেন ওয়েদারেল্ড। ড্যানিয়েল ক্রিশ্চিয়ানের বলে আউট হয়ে সাজ ঘরে ফেরার আগে ৭০ বলে ৮টি ছয় ও ৯টি চারে রাঙিয়ে ১১৫ রানের এক ঝড়ো ইনিংস খেলেন ২৩ বছর বয়সী এ বাঁহাতি ওপেনার। এরপর হেড ও কলিন ইনগ্রামের আরো দু’টি ঝড়ো ইনিংসের পথ ধরে রানের পাহাড় দাঁড় করে স্ট্রাইকার্স। হেড ২৯ বলে ৪৪ ও ইনগ্রাম ৬ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। হারিকেন্সের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ক্রিশ্চিয়ান ও জোফ্রা আর্চার।

সংক্ষিপ্ত স্কোর –

অ্যাডিলড স্ট্রাইকার্স : ২০২/২ (২০ ওভার) (অ্যালেক্স ১৮, ওয়েদারেল্ড ১১৫, হেড ৪৪, ইনগ্রাম ১৬; ক্রিশ্চিয়ান ১/৩৮ , আর্চার ১/৪৮)।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০১৮ ১:৪২ অপরাহ্ণ