নিজস্ব প্রতিবেদক:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘিরে বিগত পাঁচ দিনে ঢাকাসহ সারদেশে ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। রোববার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করেন।
তিনি বলেন, ‘সরকার দুরন্ত গতিতে তাদের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বেপরোয়া গ্রেফতার অভিযান চালাচ্ছে। সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গোয়েন্দা পুলিশ ঝাপটা মেরে ধরছে। গতকাল শনিবার দলের জাতীয় নির্বাহী কমিটির সভা চলাকালে এবং সভা শেষে যাওয়ার পথে ৩৫ জনকে গোয়েন্দা পুলিশ আটক করেছে। বিগত পাঁচ দিনে সারাদেশে ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।’
খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় প্রসঙ্গে রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন সম্পূর্ণ নির্দোষ। জাল নথির ওপর ভিত্তি করে এই অসত্য মামলায় তাকে দীর্ঘদিন হয়রানি ও হেনস্তা করা হয়েছে। এখন ৮ ফেব্রুয়ারির সিদ্ধান্ত দেখার জন্য অপেক্ষা করছে জনগণ। ন্যায়বিচার হলে খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো নেতিবাচক সিদ্ধান্ত আসবে না।’
তিনি বলেন, ‘অশুভ রাজনৈতিক শক্তি বিএনপি চেয়ারপারসনকে কখনোই প্রভাবিত করতে পারেনি। ভয়ঙ্কর সরকারি রোষে পড়া সত্ত্বেও কঠিন সিদ্ধান্ত নিতে তিনি পিছপা হননি।’
দৈনিক দেশজনতা /এমএইচ