১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৭

লিবিয়ার পশ্চিম উপকূল থেকে ৩৬২ অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:

লিবীয় কোস্টগার্ড সদস্যরা দেশটির পশ্চিম উপকূলে তিন দফা পৃথক অভিযান চালিয়ে ৩৬২ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে। শুক্রবার দেশটির নৌবাহিনীর মুখপাত্র একথা জানান।

এ ব্যাপারে নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাশেম বলেন, পৃথকভাবে তিন দফা অভিযান চালিয়ে কোস্টগার্ড টহল দল বিভিন্ন দেশের ৩৬২ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে।

এসময় তিনি আরও জানান, ত্রিপলির প্রায় ১২০ কিলোমিটার পূর্বে আল-খোমস নগরীর উপকূলে প্রথম দফা অভিযান চালানো হয়। সেখান থেকে ৮৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ত্রিপলির প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে আবু কাম্মাশ শহর উপকূলে দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। সেখানে থাকা দু’টি ভাঙ্গা নৌযান থেকে ২৫০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আবু কাম্মাশ শহরের প্রায় ৮০ কিলোমিটার উত্তরে তৃতীয় দফা অভিযান চালানো হয়। সেখানে একটি ছোট নৌকা থেকে ২৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। এদের মধ্যে নয়জন লিবিয়ার নাগরিক।

সূত্র: সিনহুয়া

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ৫:১২ অপরাহ্ণ