১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৫

কুমিল্লায় সাড়ে ৩৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কুমিল্লা প্রতিবেদক:
কুমিল্লায় সাড়ে ৩৮ কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছে। বিজিবি’র আয়োজনে আজ শনিবার দুপুরে নগরীর কুমিল্লা টাউন হল মাঠে গত ৬ মাসে উদ্ধারকৃত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এর আগে টাউনহল মাঠে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
বিজিবি-কুমিল্লা কোটবাড়ি সেক্টরের কমান্ডার কর্ণেল মো. জোবায়ের হাসনাতের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান, ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল খন্দকার গোলাম সারওয়ার পিপিএম ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. মানজুরুল ইসলাম প্রমুখ।
পরে টাউন হল মাঠে ফেনসিডিল, গাঁজা, হুইস্কি, বিয়ার, মদ, ইয়াবা, যৌন উত্তেজক ট্যাবলেট ও নেশাজাতীয় সিরাপসহ ৩৮ কোটি ৪৮ লাখ ৩ হাজার ৪০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
দৈনিক দেশজনতা /এন আর
প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ৫:০৪ অপরাহ্ণ