২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৯

নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়েছে ছেলে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকাসক্ত ছেলের বঠির আঘাতে মা আহত হয়েছে। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম আনোয়ারা বেগম কাকলী (৪০)।  স্বামী আমির হোসেন আল আমিন, ও ছেলে জুনায়েদ হোসেন আবিরকে (১৮) নিয়ে গেন্ডারিয়া নারিন্দা ৩য় লেনের একটি বাসার ২য় তলায় থাকেন কাকলী। তার স্বামী আমির বঙ্গবাজারে একটি শাড়ির দোকানে কাজ করে।
আমির জানান, তার ছেলে আবির বেকার। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত সে। ইয়াবাসহ অন্যান্য আরো মাদক সেবন করে। এজন্য তাকে গত জুনে একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। তবে সেখানে নেশা করতে না পারায় ৩-৪ মাস পর সে পালিয়ে আসে। এরপরও মাদক সেবন করতে থাকে। মাদকের টাকার জন্য বাসার জিনিসপত্র ভাংচুর করতো মাঝেমধ্যে।
তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে আমি বাসা থেকে কাজে যাই। বাসায় ছিলো মা-ছেলে ও কাকলীর ফুপাতো বোন লাবনী। নেশার টাকার জন্য বঠি দিয়ে মাকে কুপাতে থাকে আবির। থামাতে গেলে লাবনীও আহত হয়। ঘটনা ঘটিয়ে আবির বাসা থেকে পালিয়ে গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, কাকলীর কপাল, বাম হাত ও পায়ে কুপের আঘাত রয়েছে। তবে হাতের আঘাতটাই বেশি। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ৩, ২০১৮ ২:৪৯ অপরাহ্ণ