স্পোর্টস ডেস্ক:
আঙুলের চোটের কারণে ভারতের বিপক্ষে প্রথম তিনটি ওয়ানডে থেকে আগেই ছিটকে গেছেন এবি ডি ভিলিয়ার্স। এবার দক্ষিণ আফ্রিকা দল থেকে এবার আঙুলের চোটেই ছিটকে গেলেন ফাফ ডু প্লেসিস। সিরিজের বাকি পাঁচ ওয়ানডেসহ প্রোটিয়া অধিনায়ক খেলতে পারছেন না টি-টোয়েন্টি সিরিজেও। গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডেতে ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলা প্লেসিস ফিল্ডিয়ের সময় আঙুলে চোট পান। এখন তাকে অন্তত তিন থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ভারত সিরিজ তো বটেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের শুরুর দিকেও তাকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। ওই সিরিজ শুরু হবে আগামী ১ মার্চ।
ডু প্লেসিসের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকা দলে ডাকা হয়েছেন ফারহান বেহারদিনকে। পাশাপাশি ডি ভিলিয়ার্স নেই বলে বাড়তি একজন উইকেটরক্ষক ব্যাটসম্যানের প্রয়োজনে প্রথমবার ডাক পেয়েছেন হাইনরিখ ক্লাসেন। ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্টে এবার ৪৮.৫৫ গড়ে ৪৩৭ রান করেছেন বেহারডিন ৯২.৫৮ স্ট্রাইক রেটে। একই টুর্নামেন্টে ৫২.২০ গড়ে ক্লাসেন ৫২২ রান করেছেন ৯৪.০৫ স্ট্রাইক রেটে।
দৈনিকদেশজনতা/ আই সি