১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

সামরিক শক্তিতে বিশ্বের সেরা দেশ

আন্তর্জাতিক ডেস্ক:

বর্তমান বিশ্ব শান্তিপূর্ণ সহাবস্থান, গণতন্ত্র, মানবাধিকারের কথা উচ্চারণ করলেও স্নায়ুযুদ্ধ একটি বাস্তব সত্য। অভ্যন্তরীণ নিরাপত্তা ছাড়াও সাম্রাজ্যবাদীনীতি, বৈশ্বিক নেতৃত্বের আকাঙ্ক্ষা ও কৌশলগত রাজনীতির কারণে বিশ্বের বেশিরভাগ দেশ সামরিক খাতকে তাদের বাজেটে অগ্রাধিকার দিয়ে আসছে। বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়, যুদ্ধ করার উপযোগী জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে চীনের, ট্যাংক ও পারমাণবিক বোমা সবচেয়ে বেশি রয়েছে রাশিয়ার, বিমানের সংখ্যায় প্রথম যুক্তরাষ্ট্র, ডুবোজাহাজের সংখ্যায় এগিয়ে উত্তর কোরিয়া।

এতে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নাম। যুক্তরাষ্ট্রে আট হাজার ৩২৫টি ট্যাংক, সাড়ে ১৩ হাজারেরও বেশি বিমান, সাড়ে সাত হাজারেরও বেশি পরমাণু বোমা, ১০টি বিমানবাহী রণতরী ও ৭২টি ডুবোজাহাজ রয়েছে।

১. যুক্তরাষ্ট্র

সামরিক শক্তির দিক দিয়ে শীর্ষ ১০টি দেশের মধ্যে প্রথম যুক্তরাষ্ট্র। প্রতি বছর যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনীর পেছনে ৬১২ বিলিয়ন ডলার ব্যয় করে। সাড়ে সাত হাজার পরমাণু অস্ত্র, ১৩ হাজার ৯০০ মিলিটারি এয়ারক্রাফট রয়েছে, ৮ হাজার ৮৫০টি ট্যাঙ্ক রয়েছে। পৃথিবীর অন্যতম শক্তিশালী মার্কিন নৌ-বাহিনী। যুক্তরাষ্ট্রের নিয়মিত সেনা সদস্য ১৪ লক্ষ ২৯ হাজার ৯৯৫ জন। রিজার্ভ আর্মি ৮ লক্ষ ৫০ হাজার ৮৮০, আধা সামরিক বাহিনীতে রয়েছে ১১,০৩৫ জন সদস্য।

২. রাশিয়া

রাশিয়া বছরে প্রায় ৭৬ বিলিয়ন ডলার খরচ করে সামরিক খাতে। ৩ হাজার ৫০০ মিলিটারি এয়ারক্রাফট আর ১৫ হাজার ৩৯৮টি ট্যাঙ্ক নিয়ে রাশিয়ার সামরিক বাহিনী গঠিত। পরমাণু অস্ত্রের সংখ্যা সাড়ে আট হাজার। নিয়মিত সেনা সদস্য ১০ লক্ষ,৪০ হাজার, রিজার্ভ আর্মি ২০ লক্ষ,৩৫ হাজার, এবং আধা-সামরিক বাহিনীতে রয়েছে ৪ লক্ষ,৪৯ হাজার, জন সদস্য। এছাড়া আছে ৯৭টি যুদ্ধজাহাজ, ১৭টি সাবমেরিন, ১,২৬৪টি যুদ্ধবিমান, ১৯৫টি বোমারু বিমান, ১,২৬৭টি জঙ্গিবিমান, ১,৬৫৫টি সাঁজোয়া হেলিকপ্টার ।

৩. চীন

বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীনের সেনাবাহিনীর সদস্য সংখ্যা ২৩ লাখ। চীনের সামরিক বাহিনীতে ট্যাঙ্ক রয়েছে ৯ হাজার ১৫০টি, মিলিটারি এয়ারক্রাফট রয়েছে ২ হাজার ৮৬০টি। পরমাণু অস্ত্র ৩০০টি। চীনের সামরিক ব্যয় ১২৬ বিলিয়ন মার্কিন ডলার। চীনের নিয়মিত সেনা সদস্য ২২ লাখ ৮৫ হাজার জন। রিজার্ভ আর্মি আট লাখ। আধা সামরিক বাহিনীতে রয়েছে ১৫ লাখ সদস্য। রয়েছে ১০ হাজার ট্যাংক, ১০০টি যুদ্ধজাহাজ , ৫০টি সাবমেরিন। বিমান বাহিনীতে আছে ৩৭০টি জঙ্গিবিমান, ১১৮টি বোমারু বিমান এবং ১ হাজার ১৩০টি যুদ্ধবিমান।

৪. ভারত

সামরিক বাহিনীর সদস্য সংখ্যার দিক থেকে ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম। সদস্য সংখ্যা প্রায় ১৪ লাখ। বছরে ৪৬ বিলিয়ন ডলার খরচ করে ভারত তাদের সামরিক খাতে। ভারতের সামরিক বাহিনীতে মোট ১৩ লক্ষ ২৫ হাজার, জন নিয়মিত সেনা, ১১ লক্ষ, ৫৫ হাজার, জন সংরতি সেনা, এবং ১২ লক্ষ, ৯৩ হাজার,৩০০ জন আধা-সামরিক সেনা রয়েছে। ভারতের রয়েছে ৫,৯৭৮টি সাঁজোয়া ট্যাংক, ৫৮টি বিমানবাহী যুদ্ধজাহাজ, ২০টি সাবমেরিন, ১ হাজার ৩২২টি যুদ্ধবিমান ও ১০০টি পরমাণু অস্ত্র।

৫. যুক্তরাজ্য

শীর্ষ ১০টি দেশের মধ্যে সবচেয়ে স্বল্প সংখ্যক সামরিক সদস্য রয়েছে ব্রিটেনের। মাত্র ২ লাখ ৫ হাজার। বছরে ৫৪ বিলিয়ন ডলার খরচ করে ব্রিটেন তার সামরিক বাহিনীর জন্য। দেশটির সামরিক বাহিনীর মিলিটারি এয়ারক্রাফট সংখ্যা ৯০৪, ট্যাঙ্ক সংখ্যা মাত্র ৪০৭, ৬৬টি জাহাজ, ১৬০টি পারমাণবিক অস্ত্র। ইউকের আছে বিশ্বের সব থেকে বড় ১৫ তম নৌ বাহিনী, ৫ম সর্বোচ্চ মিলিটারি বাজেট। অবস্থানগত কারণে ইউকের অন্য স্থানে আক্রমণ করা কঠিন।

৬. ফ্রান্স

ফ্রান্সের সামরিক বাজেট প্রায় ৪৩ বিলিয়ন ডলার । ১ হাজার ২৬৪টি এয়ারক্রাফট, ৪২৩টি ট্যাঙ্ক, ২৯০টি পারমাণবিক অস্ত্র। তবে ফ্রান্স বিশ্বের বৃহত্তম মিলিটারি হার্ডওয়্যার রপ্তানিকারক, যার কারণে তারা শক্তিশালী অবস্থানে রয়েছে। ফ্রান্সের নিয়মিত সেনা সদস্য ২ লাখ ২০ হাজার ও সংরক্ষিত ৫ লাখ।

৭. জার্মানি

জার্মানির সামরিক বাহিনীর সংখ্যা ১ লাখ ৮৩ হাজার, সংরক্ষিত ১ লক্ষ ৪৫ হাজার। বছরে সামরিক খাতে জার্মানি খরচ করে ৪৫ বিলিয়ন ডলার। ৬৬৩টি মিলিটারি এয়ারক্রাফট, ৪০৮টি ট্যাঙ্ক ও ৭১০টি যুদ্ধ বিমান আছে জার্মানির। তবে তেল উৎপাদন, কয়লা এবং নিউকিয়ার পাওয়ার কমে যাওয়ায় সামরিক শক্তিতে পিছিয়ে পড়েছে জার্মান।

৮. তুরস্ক

তুরস্কের বাজেটে বছরে ব্যয় হয় ১৮ বিলিয়ন ডলার। তুরস্কের আছে ১ হাজার ২০টি এয়ারক্রাফট, ৫,২০০টি সাঁজোয়া গাড়ি ও ট্যাংক, ৫০টি যুদ্ধজাহাজ, ১৩টি সাবমেরিন, ৪৬৫টি যুদ্ধবিমান ও ন্যাটোর পরমাণু অস্ত্র। দেশটির নিয়মিত সেনা সদস্য ৬ লক্ষ, ৬৪ হাজার, ৬০ জন, রিজার্ভ আর্মি ৩ লক্ষ,৭৮ হাজার,৭০০ জন এবং আধা-সামরিক বাহিনীতে রয়েছে ১,৫২,২০০ জন সদস্য।

৯. দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার বাৎসরিক বাজেট ৩৪ বিলিয়ন ডলার । দেশটির আছে ১ হাজার ৩৯৩টি মিলিটারি এয়ারক্রাফট, ২ হাজার ৩৮১টি ট্যাঙ্ক, ১৬৬টি যুদ্ধজাহাজ, ১৮টি সাবমেরিন, ৬৪৮টি যুদ্ধবিমান ও ১৫ হাজার স্থল অস্ত্র। সেনাবাহিনীর নিয়মিত সৈন্য ৬ ল ৪০ হাজার, সংরক্ষিত ২ লাখ ৯০০, আধা-সামরিক বাহিনীতে রয়েছে ৩৫ হাজার সদস্য।

১০. জাপান

জাপানের নিয়মিত সৈন্য ২ লাখ ৪৭ হাজার, রিজার্ভ সেনা ৬০ হাজার। বছরে ৪৯.১ বিলিয়ন ডলার খরচ করে সামরিক খাতে। পৃথিবীর চতুর্থ বৃহত্তম নৌবাহিনী রয়েছে জাপানের। দেশটির আছে ১ হাজার ৫৯৫টি এয়ারক্রাফট, ৬৭৮টি ট্যাঙ্ক, ১৩১ টি যুদ্ধ জাহাজ, ১ হাজার ৫০০ জঙ্গি ও বোমারু বিমান এবং ১৬টি সাবমেরিন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৪, ২০১৭ ১১:১৯ পূর্বাহ্ণ