২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৩৬

মিন্দানাও দ্বীপে সামরিক আইন জারি

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৬০ দিনের জন্য সামরিক আইন জারি করেছে দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। মিন্দানাওয়ে ১০০ মুসলিম গেরিলা সন্ত্রাসীদের সঙ্গে দেশটির সরকারি বাহনীর এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর এ আইন জারি করে দুতের্তে সরকার।

বুধবার আল জাজিরার খবরে বলা হয়েছে, মিন্দানাও দ্বীপে বেশ কয়েকটি মুসলিম গেরিলা সংগঠন স্বায়ত্বশাসনের দাবিতে আন্দোলন করে আসছে। এ নিয়ে মঙ্গলবার একটি সংঘর্ষের পর দুই সেনা ও এক পুলিশ কর্মকর্তার নিহতের ঘটনায় জরুরী ভিত্তিতে প্রদেশটিতে ৬০ দিনের জন্য সামরিক আইন জারি করেছে দেশটির সরকার।

প্রেসিডেন্ট দুতের্তে রাশিয়া সফরে থাকা অবস্থায় মিন্দানাওয়ে সামরিক আইন জারির ঘোষণা দেন। এ আইন জারির ফলে এখন সেনাবাহিনী ওই দ্বীপে সম্পূর্ণ স্বাধীনভাবে দমন অভিযান চালাতে এবং যেকোনো ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারবে।

মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে দুতের্তে তার দেশে তৎপর সন্ত্রাসীদের দমনের কাজে আরো বেশি অত্যাধুনিক অস্ত্র প্রয়োজন বলে উল্লেখ করেন।

দুই লাখ জনসংখ্যা অধ্যুষিত মিন্দানাও দ্বীপের একটি জঙ্গি গোষ্ঠী সম্প্রতি আইএসের প্রতি আনুগত্য ঘোষণা করে। এর জের ধরে মঙ্গলবার ওই গোষ্ঠীর নেতাকে আটক করার জন্য ফিলিপাইনের সেনাবাহিনী দ্বীপটির মারাওয়ি শহরে অভিযান চালালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় সেনা ও পুলিশ কর্মকর্তার নিহতের ঘটনা ঘটে।

ফিলিপাইনের প্রতিরক্ষা সচিব দেলফিন লরেঞ্জানা বলেছেন, জঙ্গি গোষ্ঠীটির নাম ‘মাউতে’। এই গোষ্ঠীর জঙ্গিরা একটি হাসপাতাল ও একটি কারাগার দখল করেছে বলেও জানান তিনি। দেলফিন বলেন, জঙ্গিরা একটি গির্জাসহ আরো কিছু ভবনে আগুন ধরিয়ে দিয়েছে।

ফিলিপাইনের সংবিধান অনুযায়ী, কোনো হামলা বা বিদ্রোহ দমনের জন্য প্রেসিডেন্ট নির্বাহী আদেশে ৬০ দিনের জন্য সামরিক আইন জারি করতে পারেন। তবে পার্লামেন্ট ইচ্ছা করলে ৪৮ ঘন্টার মধ্যে তা বাতিল এবং সুপ্রিম কোর্ট ওই আদেশের বৈধতা খতিয়ে দেখতে পারে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৪, ২০১৭ ১১:১১ পূর্বাহ্ণ