১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:৩৯

বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক:

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা পদত্যাগ করেছেন। শুক্রবার তিনি বঙ্গভবনে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। চলতি বছরের নভেম্বরে তার অবসরে যাওয়ার কথা ছিল।

এর আগে শুক্রবার দুপুরে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি।

উল্লেখ্য, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন ওয়াহ্‌হাব মিঞা।

 

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ২, ২০১৮ ৭:৫৭ অপরাহ্ণ