২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪৭

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৯০ শরণার্থীর ‘মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে শরণার্থীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে নৌকাটির ৯০ জন আরোহীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার ওই নৌকাডুবির খবর দেয় জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম। খবর বিবিসির

প্রাণে বেঁচে যাওয়া তিন জনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, ডুবে যাওয়াদের বেশিরভাগই পাকিস্তানের নাগরিক।

তবে নৌকাডুবিতে নিহত ও বেঁচে যাওয়াদের মধ্যে লিবিয়ার নাগরিকও রয়েছে বলে জানিয়েছেন বিবিসির উত্তর আফ্রিকা বিষয়ক সংবাদদাতা।

আইওএম জানায়, নৌকাডুবির পর এখন পর্যন্ত ১০ জন তলিয়ে গেছে বলে খবর মিলেছে। বাকিদেরও ‘প্রাণহানির’ আশঙ্কা করা হচ্ছে।

এই শরণার্থীরা লিবিয়া উপকূল থেকে নৌপথে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে সংস্থাটি।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ২, ২০১৮ ৭:৪৫ অপরাহ্ণ